ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

26

কফিল উদ্দিন মজুমদারঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপিস্থ চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে ১০ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় “মানবতা জেগে উঠুক, বিবেকের তাড়নায়” এ প্রতিপাদ্যে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি’র আয়োজন করা হয়েছে।

উপজেলার কোস্টাল ক্যারিয়ারস্ লিমিটেড (চট্রগ্রাম) এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, লায়ন আহমেদ মাহী রাসেল’র ব্যাক্তিগত অর্থায়নে ৬০জন অসচ্ছল প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

৫নং মহামায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া আ’লীগের সভাপতি শাহজাহান মিনু’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন’র সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতি’র সহ-সভাপতি আফসার হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, পৌর প্যানেল মেয়র কাজী নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল্লাহ আল মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোরশেদ আলম, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।