কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত

1105

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই

তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,,
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।