সপ্তাহে ২ ফ্লাইটের অনুমতি পেল ফ্লাই দুবাই

68

ঢাকা থেকে দুবাই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে ফ্লাই দুবাই। বিমান সংস্থাটিকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে জুন মাসের মাঝামাঝি সময়ে বেবিচকের কাছে ফ্লাইট চালুর অনুমতি চেয়েছিল ফ্লাই দুবাই।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ আগস্ট থেকে ফ্লাই দুবাইকে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৪ জুন বাংলাদেশে শেষবারের মতো ফ্লাইট পরিচালনা করেছিল সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থাটি। এরপর তারা ব্যবসা গুটিয়ে চলে যায়।