প্রথম ১০ মিনিটে সূচক বাড়ল ৬৪ পয়েন্ট

54

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থানের আভাস দেখা দিয়েছে। প্রথম ১০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬৪ পয়েন্ট বেড়ে গেছে।

এর আগে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়। ডিএসইর প্রধান সূচক ১৮০ পয়েন্ট বেড়ে যায়। তবে সোমবার সূচকের ১২ পয়েন্ট পতন হয়।

অবশ্য বুধবার (জন্মাষ্টমীর কারণে মঙ্গলবার লেনদেন বন্ধ ছিল) আবার বড় উত্থানের দেখা মিলে। ছোট পতনের পর ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ১০০ পয়েন্ট।

এই বড় উত্থানের পর বৃহস্পতিবার লেনদেনের শুরুতে আবার বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১০ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫১ কোটি ৪৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।