তার ক্যারিশমা? সে ক্রিকেট খেলে? সে একটু হুজুর হইছে? এজন্য? নো, এক কথায় , নো। এগুলো কোন কারণই না।
———————————————————
মূলত খাইবার পাখতুন খাওয়ায় সে ৫ বছরের জন্য, গর্ভনর ছিল। তো খাইবার পাখতুন খাওয়া প্রদেশে তার গভর্নরশীপে সে পুলিশকে দুর্নীতিমুক্ত করেছে। কমপ্লীট চেঞ্জ। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। তার নিজের দলের মন্ত্রী-সাংসদ কট খেয়ে জেলে।
সে তার রাজ্যের ইন্সটিটিউশনগুলো ঠিক করেছে। শিক্ষাব্যবস্থা ঠিক করেছে। রাস্তাঘাটগুলো ঠিক করেছে।
মানে সে যেটা করেছে, সেটা এক কথায় গুড গভর্নেন্স। আই মীন, সে একশভাগ পারফেক্ট না, কিন্তু তার চেষ্টার যে কমতি ছিলনা, সেটা জনগণ বুঝে গেছে। সেই সাথে তার ক্যারিশমা তো আছেই। লীডারশীপ তো আছেই।
পাখতুন খাওয়ায় সে ক্ষমতায় এসেছে, কিভাবে সে দুর্নীতিমুক্ত করবে এবং সুশাসন দিবে, তা মানুষকে এক্সপ্লেইন করে এবং বাস্তবায়ন করে।
এর রেজাল্ট হিসেবে, পাঞ্জাবের ৫০ ভাগ আসন তার হাতে চলে গেছে, যেটা পাকিস্তানে একেবারে অসম্ভব ঘটনা। সে পাঠান হয়েও পাঞ্জাবীদের ভোট পেয়েছে, কিন্তু নওয়াজ পাঞ্জাবী হয়েও পাঞ্জাবে ৫০ ভাগ আসন পায়নি।
ইভেন ইমরান পিপিপির দুর্গকে ভাঙতে না পারলেও কিছুটা আসন সেখানেও ( সিন্ধ) পেয়েছে।
তার তিন বিয়া, ডিভোর্স, প্লে বয় লাইফ ( অতীতে) এসব ছিল। কিন্তু মানুষ মাথা ঘামায় নি। তার আপাত তওবা মেনে নিয়েছে। সে ঠিক ইসলামী দল করেনা, তবে ইসলাম তার আদর্শ তা মানে।
অথচ দেখেন এই পাকিস্তানেই জামাত ইসলাম সহ হাজারো ইসলামী দল আছে। তাদের অবস্থা বাংলাদেশের ইসলামী দলগুলোর মতই। ‘ইসলাম সকল সমস্যার সমাধান’ — তাই আমাকে ভোট দাও, ইসলাম আমার আদর্শ এসব কথা তো তারাও বলে, কিন্তু ভোট পায়না কেন?
সেটাই বাংলাদেশের ইসলামী দলগুলোকে ভেবে দেখতে হবে।
”আমাকে ভোট দিলে নবী ভোট পাবে”, ‘ইসলাম যেহেতু সব সমস্যার সমাধান কাজেই আমাকে ভোট দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে’ — এভাবে কখনও হবেনা।
গণতান্ত্রিক বা ‘ভোটে যাবোনা’ : যত ধরনের ইসলামী দল গুলো আছে, সবগুলোর জন্যই এটা সত্য।
বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? রাস্তাঘাটের যানজট আর ট্রাফিক এক্সিডেন্ট দূর করবেন কিভাবে? ইসলাম কি বলে?
বাংলাদেশের খাদ্যদ্রব্যে বিষ বা ফরমালিন : এই সমস্যার সমাধান কিভাবে করবেন? ইসলাম কি বলে?
বাংলাদেশের মেডিকেল সমস্যার সমাধান কি? ইসলাম কি বলে?
কোটা? ইসলাম কি বলে?
বাংলাদেশের এডুকেশন সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? বাংলাদেশের ব্যাংকিং এ যে টাকা চুরি হচ্ছে, তার সমাধান কিভাবে করবেন?
ফরেইন ইনফ্লুয়েন্স কে কিভাবে সামলাবেন?ইসলাম কি বলে?
ছেলেপেলের চাকরি নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালনা:: কিভাবে চাকরি-ব্যবসার ব্যবস্থা করবেন, ইসলাম কি বলে?
চিটাগাং বন্দর ওভার লোডেড, সমাধান করবেন কিভাবে?
বিমান বাংলাদেশের যা তা অবস্থা, কিভাবে ঠিক করবেন? ইসলাম কি বলে?
নদীগুলো শুকিয়ে যাচ্ছে, সমাধান করবেন কিভাবে?
জলাবদ্ধতা ঢাকায় -চট্টগ্রামে দেশের উত্তরাঞ্চলে, সমাধান করবেন কিভাবে?
যেকোন সরকারী অফিস আদালতে হয়রানী: দূর করবেন কিভাবে?
এগুলো নিয়ে সাধারণভাবে কোন ইসলামী দলকে কখনও কথা বলতে সাধারণত দেখিনা। কোন রূপরেখা নেই তাদের। দুনিয়াবী ব্যাপারগুলো কিভাবে সমাধান করবেন, তা নিয়ে কোন ডিটেইলস এবং স্পেসিফিক কোন ‘সলিউশন’ নিয়ে ইসলামী দলগুলো কখনও কথা বলেনা।
অথচ মানুষ এসবের সমাধান কিভাবে হবে, তা জানতে চায়। কিভাবে এসব করবেন ,বিস্তারিত রূপরেখা প্রণয়ন করে মানুষকে দেন। মানুষ আপনার নেতৃত্ব মেনে নিবে। খালি ‘ আমি হুজুর, আমাকে ভোট দিলে সওয়াব হবে’ এটা যথেষ্ঠ না। এভাবে লীডারশীপ আসেনা। বরং মানুষকে সেবা করে, মানুষের সমস্যার সমাধান করে দিতে পারলে লীডারশীপ মানুষ আপনাকে দান করবে।
এগুলো করতে পেরেছে বলেই ইমরান খান নেতৃত্ব পেয়েছে। যদিও আজকের স্ট্যাটাসটা আসলে ইমরান খানের পক্ষে বা বিপক্ষে না। আজকের স্ট্যাটাসটা আসলে বাংলাদেশকে নিয়ে। সে একজন উদাহরণ মাত্র।
এগুলোই বাংলাদেশের ইসলামী দলগুলোর দুর্বলতা। ইভেন এসবের সমাধান তেমন কঠিন কিছু না হলেও, ইসলামী দল গুলো এগুলো নিয়ে তেমন কথা বলেনা।
ব্যাক্তিকেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি করে যায়, ইসলামী দলগুলোও । ছৌট খাট মাসআলা নিয়ে বিরোধে ব্যস্ত অনেকেই।
ইভেন এটা বিএনপি রও দুর্বলতা। তাদেরকে হাজারো ইস্যু আওয়ামীলীগ তুলে দিলেও তারা তা নিয়ে তেমন কোন কথাই বলেনি। আন্দোলন করা লাগতোনা, জাস্ট মিডিয়া বা প্রচারণাতে তারা এসবের সমাধানের কথা বলতে পারতো। যদিও একটা মেনিফেস্টো দিয়েছে, কিন্তু সেটাকে প্রচার করেনি, সেটা সেরকম জবরদস্ত ও নয়।
এখানেই আসলে বাংলাদেশের রাজনীতির ওপেন করার যায়গা। যে দল বা যে ব্যক্তি এইসব সমস্যার একটা টোটাল সমাধান মানুষকে দিতে পারবে, সেই ভবিষ্যত নেতৃত্ব পাবে।
ইসলামী দলগুলোর এগুলো ভেবে দেখার দরকার।
সেক্যুদের ব্যর্থতাই এই ওপেনিং এনে দিয়েছে। ইসলামী দলগুলো বা বিএনপি বা আর কেউ হয়তো গ্র্যাব করতে পারবে একদিন। এই প্রত্যাশা রইলো।
এই পোস্ট দেবার কারণ হল : ইসলামী দলগুলোর মধ্যে অভাবনীয় প্রাণশক্তি দেখা যায়, যা যেন ফুরাবার নয়; তাই তাদের পক্ষে সম্ভব বলে আমি বিশ্বাস করি। শুধু রাইট পলিসি , একতা এবং নেতৃত্ব দরকার, লোকের অভাব তাদের নাই।
বামরা শেষ, আর বিএনপি হতাশাগ্রস্ত, যদিও কামব্যাক করার পটেনশিয়াল এখনও আছে।
লেট আস ওয়াচ এন্ড, হোয়াট হ্যাপেনস ইন বাংলাদেশ।
তুর্কি, মালয়েশিয়া, পাকিস্তান — এরপর বাংলাদেশ নয়তো?
আল্লাহই ভাল জানেন।