১৯ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে

40

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বর্তমানে মৃত্যুর সংখ্যা বিবেচনায় সিডিসির অনুমানে বলা হচ্ছে, ১৯ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় দুই লাখ ২৯২ জনের মৃত্যু হতে পারে। যদি তা না-ও হয়, মৃত্যুর সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৮২৪ থেকে দুই লাখ সাত হাজার ২৬৯ এর মধ্যে থাকতে পারে।

সিডিসি আরো বলছে, অন্তত ১৮টি প্রশাসনিক অঞ্চলে প্রতি সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা হ্রাস পেতে পারে। এ ছাড়া অন্যান্য অঞ্চলে মৃত্যুর সংখ্যা কত হতে পারে, তা বোঝা যাচ্ছে না।সংবাদমাধ্যম সিএনএন আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিডিসির এই পূর্বাভাস আগামী এক মাসের জন্য প্রযোজ্য। এর আগে গত ২০ আগস্ট সিডিসি তাঁদের এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছিল। তখন বলা হয়েছিল, ১২ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে এক লাখ ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৭৯৬ জনে। এ ছাড়া দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৪৬ হাজারের বেশি।