করোনাভাইরাসে অচল হওয়া বিশ্বকে সচল করতে ভ্যাকসিনের বিকল্প নেই। প্রতিনিয়ত যেভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে এই ভাইরাস রুখে দেওয়াটা বরাবর কঠিন হয়ে উঠছে। বিশ্বকে এই মহামারি থেকে মুক্ত করতে বহু দেশ ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (১২ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে বিশ্বজুড়ে ১৬৫টি করোনার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন, বর্তমানে ১৬৫টি ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী কাজ চলছে। সেগুলোর উন্নয়নের লক্ষ্যে গবেষণা চলছে। কোনো কোনোটা সফলতার কাছাকাছি অবস্থান করছে।
ছয়টি ভ্যাকসিন তৃতীয় ধাপে পৌঁছেছে বলেও জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক পরিচালক ডা. মাইক রায়ান ভ্যাকসিনকে করোনা থেকে উত্তরণের একমাত্র উপায় বলে উল্লেখ করেছেন। গোটা বিশ্বের মানুষ এই ভ্যাকসিনের অপেক্ষাতেই আছে।