তোফাজ্জল লিটন
নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা ভাস্কর্য স্থাপনের জন্যে এরই মধ্যে ১ দশমিক ৫ মিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়েছে। বলে জানিয়েছেন কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ। আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের বিশেষ অথিতির বক্তব্যে তিনি এই তথ্য দেন। অনুষ্ঠানটি স্থানীয় সময় ১১ ডিসেম্বর মঙ্গলার রাতে নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়।
বক্তব্যে মেলিন্ডা কাটজ আরো বলেন, সাংবাদিকরা মানুষের ঘরের ভেতরে প্রবেশ করতে পারেন। তাদেরকে মানুষ বিশ্বাস করে। সেই দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আপনাদের এই কমউিনিটিতে এই সাংবাদিকগন তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন বলে আমি অবগত।
প্রতিষ্ঠানের সভাপতি দর্পণ কবীর অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ¯^াগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দিত কন্ঠশিল্পী সুবির নন্দী। অনুষ্ঠান উপস্থাপনা করেন টিভি নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি। অভিষেক অনুষ্ঠান উপল¶ে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটনের সম্পাদনায় ‘কথক’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এতে দেশ ও প্রবাসের গুরুত্বপূর্ণ সাংবাদিকদের লেখা সন্নিবেশিত হয়েছে।
২০০৮সালে প্রতিষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। ২০১৯-২০২০ এর নবনির্বাচিত কার্যকরী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব প্রেস নূরে এলাহী মিনা। অনুষ্ঠানে অথিতি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক, জেবিবি’র সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমদ।
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান। সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএর সভাপতি শাহ নেওয়াজ, কলামিস্ট মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার এবং আবদুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহসভাপতি বেলাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্য¶ তাপস কুমার সাহা, কার্যকরী সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম, এ হাই ¯^পন, মল্লিকা খান মুনা উপস্থিত ছিলেন।
ছবি: শাহ জে চৌধুরী ।