‘বেঙ্গলী হেরল্ড’ পত্রিকার প্রতিষ্ঠাতার সাথে সাংবাদিকদের মতবিনিময়

26
  • কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি ঃ

ইউএসএ থেকে প্রকাশিত “বেঙ্গলী হেরল্ড” নিউজ পোর্টাল’র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক রেদোয়ান চৌধুরী ১৫ সেপ্টেম্বর সকালে ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও ‘বেঙ্গলী হেরল্ড’ পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি কফিল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় উক্ত মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল।

বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, সাবেক সভাপতি, মোহাম্মদ মোস্তফা, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ছাগলনাইয়া উপজেলা সভাপতি ওয়াজিহ বশর প্রমুখ।

অনুষ্ঠানে ‘বেঙ্গলী হেরল্ড’ পত্রিকার প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি কোন কলম সৈনিক নই, তবে আমি কলম সৈনিকদের ভালবাসি। ইউএসএ অবস্থানকালে আমি উপলব্ধি করেছি যে, আমার জন্মভুমি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, অপরাধমূলক ঘটনাসমূহ মুহুর্তের মধ্যে অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারছি। আমার জানামতে ইউএসএ থেকে প্রায় শতাধিক বাংলা মাধ্যম পত্রিকা বিভিন্ন ভাষায় অনলাইনে প্রকাশিত হচ্ছে। তারই প্রেক্ষিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং আমার জন্মভূমি বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া প্রাত্যহিক সকল বস্তুনিষ্ঠ সত্য ঘটনাসমূহ প্রকাশের লক্ষ্যে ‘বেঙ্গলী হেরল্ড’ নামক এই অনলাইন পত্রিকা প্রকাশ করার ইচ্ছা পোষন করি। সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকতা একটি মহৎ পেশা। ইচ্ছা পোষন করি যে, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন নীতিবাচক সংবাদ পরিবেশনে এগিয়ে আসে সেই লক্ষ্যে আমি ইউএসএ এবং বাংলাদেশে বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার করে নীতিবাচক সংবাদকর্মী তৈরি করতে আগ্রহী। পাশাপাশি আমি ইউএসএ-তে বাংলাদেশী আমেরিকান নতুন প্রজন্মের মধ্যে বাংলার সংস্কৃতি বজায় রাখতে এবং আমেরিকান রাজনীতির সাথে তাদের অন্তর্ভূক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। তাই আমি পত্রিকাটি সুন্দরভাবে প্রকাশের জন্য আপনাদের সু-পরামর্শ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগীতা কামনা করছি। আমি

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ শেখ কামাল ইউএসএ থেকে অনলাইনভিত্তিক বাংলাভাষী পত্রিকা প্রকাশের মহৎ উদ্যোগের জন্য রেদোয়ান চৌধুরীকে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। উনার পত্রিকাটি ইউএসএ থেকে প্রকাশিত হলেও ছাগলনাইয়া প্রেসক্লাব এই পত্রিকাটিতে সংবাদ প্রেরণসহ যেকোন সহযোগীতায় সবসময় পাশে থাকবে এবং ‘বেঙ্গলী হেরল্ড’ অনলাইন পত্রিকাটি সমগ্র বাংলাদেশসহ বিশ্বের মাঝে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে স্থান পাক সেই আশাবাদ ব্যক্ত করেন।