এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা নায়িকা দীপিকা পাড়ুকোন! ছবির চরিত্র নির্বাচনের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে তিনি। মনের মতো চরিত্র না পেলে কাজ করেন না। শুধু তা-ই নয়, ছবির চরিত্রটি জোরদার ও দীর্ঘ হওয়া চাই, যেন পর্দাজুড়ে কেবল তিনিই থাকেন। নয়তো ছবিতে কাজই করবেন না দীপিকা। এসব শর্ত পূরণ হয় না বলেই সালমান খানের মতো সুপারস্টারের ছবিও একাধিকবার ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, সালমানের ছবিতে নায়িকার সেই অর্থে করার কিছু থাকে না। তবে ‘এইটি থ্রি’তে দীপিকার সংযুক্তি কেন
‘এইটি থ্রি’ ঘিরে প্রত্যাশা ক্রমে বাড়ছে। ভারতীর ক্রিকেট দলের ১১ জন খেলোয়াড় ও দলের ব্যবস্থাপক এ ছবির মূল চরিত্র। যে দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দীপিকার বর রণবীর সিং হবেন বড় পর্দার সেই কপিল দেব। তাঁর স্ত্রী রোমির ভূমিকায় দেখা দেবেন দীপিকা। ছবিতে দীপিকার চরিত্রটি নেহাতই ছোট, তা বলার অপেক্ষা রাখে না। এ ধরনের চরিত্রে সাধারণত অভিনয় করেন না দীপিকা। অনেকেই ভেবে নিয়েছিলেন যে রণবীরের জন্যই এই ছোট চরিত্র করতে যাচ্ছেন দীপিকা। ছোট চরিত্রে অভিনয়ের পেছনে আসলে রণবীর নয়, আছে রুপির প্রভাব। এ ছবিতে অভিনয়ের জন্য ১৪ কোটি রুপি নিয়েছেন দীপিকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। এত ছোট চরিত্রে এত বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়ার ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। ‘পদ্মাবত’ ছবির পর পারিশ্রমিক হিসেবে এত বড় অঙ্ক দীপিকা আর কোনো ছবিতে নেননি।
কবির খান পরিচালিত ‘এইটি থ্রি’ ছবিটি বড়দিনে মুক্তির কথা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে গিয়েই দেখা যাবে ছবিটি।