সামান্য একটি আইডিয়া কিন্তু তা বদলে দিতে পারে পুরো দেশটা

46

Azadul Haq

Houston, Texas

একটি আইডিয়া দেই? সামান্য একটি আইডিয়া কিন্তু তা বদলে দিতে পারে দেশটা, নিয়ে আসতে পারে অনিন্দ সুন্দর আর সুস্থ্য এক নির্মল পরিবেশ। কোরবানীর ঈদের পরের দিন গুলোর কথা মনে আছে? ফেলে দেয়া বর্জ পরিস্কার করার জন্য হাজার হাজার কর্মীদের মাঠে নামতে হয়। সেই রকমভাবে নির্বাচনের পরের দিন পুরো দেশটাকেই পরিস্কার করে ফেললে কেমন হয়?

এই আগামী জাতীয় নির্বাচনের কারণে পোস্টার আর ফেস্টুনে সয়লাব হয়ে যাবে সারা দেশটা। নির্বাচন হয়ে যাবার আগে প্রার্থীদের এক রকম বন্ধুসুলভ, উৎসব মূখর আচরন থাকবে। কিন্তু নির্বাচনের পরদিন থেকে সে হারুক না জিতুক সেই একই রকম আচরন করবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। জিতলে সে আপনাকে নাও চিনতে পারে। আর হারলে তো কথাই নেই। তাই তারা যে সব দেয়াল গুলো থেকে পোস্টার উঠিয়ে ফেলবে তা আশা করা বৃথা। কিন্তু সেজন্য কি পুরো দেশটা নোংরা হয়ে থাকবে দিনের পর দিন?

তাই দল বেঁধে নিজেরাই এখন থেকে প্রস্তুতি নিলে কেমন হয়? ছেলে হোক, মেয়ে হোক, প্রতিটি পাড়ায় কয়েকজন মিলে ছোট ছোট দল করে ফেলা যায় এখন থেকেই। তারপর কোমড় বেঁধে এই দেয়াল থেকে পোস্টার ওঠালে, সব ফেস্টুন খুলে ফেললে কেমন হয়? সাথে না হয় বাবা মারাও যোগ দিলেন, ক্ষতি কি? কেউ না হয় দিলেন শ্রম, কেউ নিয়ে এলেন বালতি, কেউ পানি, কেউ ঝাড়ূ, কেউ বা খাবার দাবার। কেউ না হয় শুধু গীটারটা বাজিয়ে গান গেয়ে দিলেন আনন্দ। এই কাজে ছোট ছোট শিশুরাও না হয় যোগ দিল তাদের বাবা মার সাথে তাঁর বাসার সামনের দেয়ালটুকু পরিস্কার করার জন্য। যারা আসতে পারবেন না রাস্তায়, তারা বাসার বারান্দা থেকে, ছাদ থেকে হাত তালি দিয়ে না হোক প্রশংসা করলেন, অনুপ্রাণিত করলেন। আর কিছু না পারলে ফেসবুকে, সোস্যাল মিডিয়াতে প্রশংসা করে শেয়ার করে ভাইরাল করে ফেলতে পারেন। স্কুল কলেজের ছাত্র, ছাত্রীরা তাদের স্কুলকে পরিস্কার করে ফেলতে পারে, তাদের শিক্ষকেরা তাদের দেখভাল করতে পারে। মাদ্রাসা থেকে ছোট ছোট ভাইয়েরা সব নেমে আসতে পারে রাস্তায়। তাদের যেন কষ্ট না হয় তাই দেয়া যেতে পারে শুকনো খাবার, পানি। বড় বড় কোম্পানী গুলো হাজার হাজার টি-শার্ট, গ্লাভস, টুপি বিতরন করতে পারে সেই দিনের জন্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা আরো বড় ভূমিকা পালন করতে পারে। তারা ছোট ভাই বোনদের যেন কষ্ট না হয় বা আঘাত না পায় সেজন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে। বিশ্বের অন্যান্য দেশে এর আরেকটি নাম হচ্ছে ব্লক পার্টি।

হোক না উৎসব সারা দেশে? বাজুক ঢোল, বাজুক বাঁশি, আনন্দমূখর হোক ঐ একটি দিন। সারা দেশেই হোক ব্লক পার্টি। যিনি হেরে যাবেন তাঁর বাড়ি তাঁকে কাধে করে নিয়ে আসুন আগে। আর তিনি জিতে যাবেন, তার হাতে ধরিয়ে দিন পরিস্কার করার ঝাড়ুটা। ফেসবুকে লাইভ হোক সব জায়গা থেকে। প্রতিটি শহরের মেয়র নিজে নেমে আসুক সবার সাথে হাত লাগাতে। সৃষ্টি হোক একটি ইতিহাস। বাংলাদেশী দর্শকেরা যদি খেলায় হেরে যাবার পর স্টেডিয়াম পরিস্কার করতে পারে, তবে নির্বাচন হয়ে যাবার পর সারা দেশ কেন পরিস্কার করা যাবে না? আর যদি এই কাজটা করে ফেলা যায়, তাহলে কল্পনা করতে পারেন কি অনিন্দ সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে? সারা পৃথিবীতে বাড়তে বাংলাদেশের সুনাম। এরপর কিভাবে কেউ পোড়াবে গাড়ী, ভাঙ্গবে কাঁচ? ভালোবাসার মানুষকে কি আঘাত করা যায়? তবে যে দেশকে ভালোবাসেন সে দেশকে কেমন করে জ্বালাবেন, পোড়াবেন?

যিনিই হোন না কেন নতুন প্রধান মন্ত্রী, তিনিও না হয় অনুপ্রেরণা দিলেন সবাইকে এই কাজের জন্য। একটি দিনের জন্য হলেও না হয় সবাই হয়ে যাক একজোট, শুধুই বাংলাদেশের জন্য।

হোক প্রার্থী যে কোন দলের, জিতুক শুধু বাংলাদেশ!

– আমার এই পোস্ট বা যে কোন পোস্ট আপনি শেয়ার করতে পারেন। সেজন্য আমার অনুমতির প্রয়োজন নেই।

 

#CleanBangladesh #DNCC #DSCC #CleanMyCountry