রাজপরিবারে বউ

22

ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন দ্য স্পেকটেটর-এর ব্লগে এক সাংবাদিক লিখেছেন, ‘অবশ্যই আজ থেকে ৭০ বছর আগে হলে মেগান মার্কেল রাজপুত্রের রক্ষিতা হওয়ার যোগ্য বলে বিবেচিত হতেন। স্ত্রী হওয়ার সুযোগ পেতেন না।’ সেই সাময়িকী রাজবধূ হিসেবে মেগান অযোগ্য বলে এই ব্যাখ্যা দেয়, কারণ তিনি একবার তালাকপ্রাপ্ত ও ক্যাথলিক স্কুলে পড়া।

গত বছর মেগানকে ঘিরে এ ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য না করতে বিভিন্ন গণমাধ্যমকে অনুরোধ করেন প্রিন্স হ্যারি। এরপরও থেমে নেই বিতর্ক।

এক পক্ষ মেগানের সঙ্গে হ্যারির বাগদানকে ঐতিহাসিক বলে উল্লাসে ফেটে পড়ছে। তাদের বিবেচনায় এই রাজকীয় বিয়ে ব্রিটেনের বর্ণ ও জাতিগত বৈষম্যের বিভেদ মেটাতে সহায়ক হবে। অন্যদিকে আরেক পক্ষের ধারণা, একটি বিয়ে এত বছরের বৈষম্য মেটাতে পারবে না। কারণ, মেগান নিজেও অনেকটা শ্বেতাঙ্গঘেঁষা ছিলেন। আর এ কারণেই রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর, এমনটা মনে করেন ‘ব্ল্যাক গার্ল ফেস্টিভ্যাল’ নামে কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নারীদের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা পলা আকপান। তিনি বলেন, ‘মেগান যদি আমাদের মতো তাঁর সত্যিকারের কৃষ্ণবর্ণ নিয়ে সবার সামনে যেতেন, এভাবেই স্বাভাবিক সাজপোশাকে থাকতেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে রাজপরিবার কোনো দিনই তাঁকে স্বীকৃতি দিত না।’ সূত্র: এনবিসি নিউজ।