ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হবে প্রথমবারের মত অনিবাসী প্রকৌশলীদের সম্মেলন- কনভেনশন অব এন আর বি ইঞ্জিনিয়ার্স

55

ডেস্ক রিপোর্ট, ওয়াশিংটন ডিসি

ডিসেম্বরের ৮ তারিখে ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল কনভেনশন অব এন আর বি ইঞ্জিনিয়ার্স বা কোনের টাউন হল মিটিং।

সারা বিশ্বে বসবাসরত করছেন অসংখ্য অনিবাসী বাংলাদেশী প্রকৌশলী বা এনআরবি ইঞ্জিনিয়ার। এইসব মেধাবী প্রকৌশলীদেরকে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ম্যাক্স গ্রুপের সৌজন্যে প্রথমবারেরমত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনিবাসী প্রকৌশলীদের সম্মেলন – কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স। এই সম্মেলন সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য ওয়াশিংটন ডিসিতে এই টাউন হলের আয়োজন করেছিল সম্মেলনের মূল আয়োজক ব্রিজ-টু-বাংলাদেশ।

এই টাউন হল মিটিং-এর প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন এই সম্মেলনের কী নোট স্পীকার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সভা পরিচালনা, সম্মেলন সম্পর্কে বিস্তারিত এবং প্রধান বক্তা ছিলেন সম্মেলনের কনভেনর, ব্রিজটুবাংলাদেশ বা বিটুবি-র চেয়ারম্যান হিউস্টন, টেক্সাস থেকে আগত জনাব ইঞ্জিনিয়ার আজাদুল হক। এছাড়া বক্তব্য রাখেন সম্মেলনের কো-কনভেনর লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া থেকে আগত জনাব ইঞ্জিনিয়ার জলিল খান, পি,ই, ব্রিজটুবাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার জনাব মোহাম্মদ আলমগীর এবং  নিউ জার্সী থেকে আগত মোহাম্মাদ জামান।

আজাদুল হক তার প্রধান বক্তব্যে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে এই সম্মেলনের মূল ধারণাটি এসেছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিঃ গোলাম মোহাম্মদ আলমগীরের কাছ থেকে। ম্যাক্স গ্রুপ এই সম্মেলনের একক উদ্যোক্তা। ব্রিজটুবাংলাদেশ তার এই অসাধারণ সুন্দর স্বপ্নকে বাস্তবায়ন করছে মাত্র।

তিনি জানান বিশ্বমানের দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ফেব্রুয়ারীর ২৬ এবং ২৭ তারিখে ঢাকার প্যান পাসিফিক সোনারগাঁ হোটেলে এবং এর আয়োজক হচ্ছে ব্রীজ-টু-বাংলাদেশ। এই সম্মেলনের প্রধান উপদেষ্টা হচ্ছেন শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন এসডিজি মুখ্য সমন্নয়কারী জনাব আবুল কালাম আজাদ। কী নোট স্পীকার থাকবেন  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিঃ গোলাম মোহাম্মদ আলমগীর। সম্মেলনের কনভেনর হচ্ছেন ব্রীজ-টু-বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিঃ আজাদুল হক এবং কো কনভেনর হচ্ছেন ইঞ্জিঃ জলিল খান, পি,ই, এবং টেকনিকাল সেমিনার কমিটির চেয়ারম্যান হচ্ছেন ইঞ্জিঃ ডঃ নাজমুল উলা। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন, ফ্রান্স, ফিলিপিনস, কাতার এবং দক্ষিন কোরিয়া থেকে ইঞ্জিনিয়াররা এই সম্মেলনকে সার্থক করার জন্য কাজ করে যাচ্ছেন।

এই সম্মেলনে আমন্ত্রন জানানো হচ্ছে সারা বিশ্বের সব অনিবাসী বাংলাদেশী বা এনআরবি প্রকৌশলীদের। তবে বাংলাদেশের মানুষের উপকার হবে, বাংলাদেশের উন্নয়নে সহায়তা করবে এমন যে কোন পেপার বা প্রকল্প এই সম্মেলনে উপস্থাপন করা যাবে। সব প্রকল্পগুলো জার্নাল আকারে প্রকাশ করা হবে এবং এর সিংহ ভাগ সম্মেলনে উপস্থাপন করার সুযোগ থাকবে। পেপার পাঠানোর শেষ তারিখ ৩০ শে ডিসেম্বর।

এরপর মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ জিয়াউদ্দিন তার প্রধান অতিথির ভাষণে এই সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এই ধরণের উদ্যোগকে দূতাবাস থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে কারণ এই ধরণের সম্মেলন এবং কর্মকান্ড বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান আরো উঁচু করবে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার নমুনা হিসেবে এই সম্মেলন একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইবে। দেশের মেধাবী সন্তানেরা  ফিরে আসছে দেশে, ব্রেইন ড্রেন বদলে হয়ে যাচ্ছে ব্রেইন গেইন – এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে বাংলাদেশের জন্য! তিনি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সূচক উল্লেখ করে বলেন যে বাংলাদেশ এখন আর আগের মতন নেই। এখন প্রচুর সুযোগ তৈরী হচ্ছে এবং তিনি সব এন আর বি ইঞ্জিনিয়ারদের এই সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের জন্য কাজ করতে উদবুদ্ধ করেন।

সম্মেলনের কী নোট স্পীকার এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর তার বক্তব্যে বলেন যে, বাংলাদেশের কাছে জমেছে আমাদের অনেক ঋন। এবার আমাদের ঋন শোধ করার পালা। আমরা যারা এনআরবি ইঞ্জিনিয়ার, তারা দেশ গড়ার কাজে ওতপ্রোত ভাবে জড়িত হতে চাই। আমরা আমাদের মেধা, প্রযুক্তি, অভিজ্ঞতা দিয়ে এগিয়ে নিয়ে যাব আমাদের এই বাংলাদেশ। তাই সারা বিশ্ব থেকে সব মেধাবী এনআরবি ইঞ্জিনিয়ারদের এক জায়গায় এনে তাদের কাছ থেকে আমরা জানব, শিখব আগামীতে কেমন হবে বাংলাদেশ, কোন লাগসই প্রযুক্তি হবে সবচেয়ে বেশী প্রযোজ্য, কিভাবে আমরা সাশ্রয় করতে পারি প্রকল্পগুলো যাতে জনগণের অর্থ অপচয় না হয়। তিনি ব্রিজটুবাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানান তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করার জন্য। সবশেষে তিনি সব এনআর বি ইঞ্জিনিয়ারদের সাদর আমন্ত্রন জানান ফেব্রুয়ারীতে ঢাকায় এই সম্মেলন যোগ দেবার জন্য।

সম্মেলনের কো-কনভেনর ইঞ্জিনিয়ার জলিল খান তার বক্তব্যে সব এনআর বি ইঞ্জিনিয়ারদের এই সম্মেলনে যোগ দিতে বলেন এবং বলেন যে আমরাই বদলে দিতে পারি বাংলাদেশ আমাদের মেধা আর অভিজ্ঞতা দিয়ে।

বিটুবি-র এক্সিকিউটিভ মেম্বার জনাব মোহাম্মদ আলমগীর তার বক্তব্যে বিটুবি সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি জানান যে বিটুবি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং আমাদের সব কাজ হচ্ছে বাংলাদেশকে ঘিরে। তাই আমাদের স্লোগান,  উই আর ফর বাংলাদেশ। আগামীতে বিটুবি এই কোনের মতন আরো অনেক সম্মেলনের আয়োজন করবে যেমন এর পরের সম্মেলন হবে সব এনআরবি ডাক্তারদের নিয়ে।

বিটুবি-র পক্ষ থেকে চেয়ারম্যান আজাদুল হক এই টাউন হল মিটিং আয়োজন করতে সহায়তা করার জন্য জনাব রেদোয়ান চৌধুরী, জনাব এন্থনী পিউস গোমেস, জনাব আবু সরকার এবং জনাব আরিফুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন।

এরপর আজাদুল হক সবার প্রশ্নের উত্তর দেন এবং সভাশেষে অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

এই সম্মেলন সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে নীচের ওয়েব সাইট থেকে।

www.cone2019.com

CONE TVC