কফিল উদ্দিন মজুমদার (ফেনী): ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে নিপ্পন কমিউনিটি সেন্টারে অত্র উপজেলার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা-২০১৯ইং অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক (অবঃ) মোহাম্মদ রহিম উল্যাহ’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক (অবঃ) নিমাই লাল দাসের সঞ্চালনায় এতে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদের ভূঁঞা (জাতীয় পুরষ্কার প্রাপ্ত), মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরী, মোঃ লকিয়ত উল্যাহ, কবি ওবায়েদ মজুমদার, তোফাজ্জল হোসেন, মনির আহাম্মদ, মানিক লাল দাস, আবুল হাসেম, জয়নাল আবেদীন, সাদিকুর রহমান, সিরাজুল হক, আমানত উল্লাহ, স্বপন কুমার নন্দী, পারভীন আক্তার, খালেদা নুরে জান্নাত চৌধুরী, গুলশান আরা বেগম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রফিক আহাম্মদ, মোঃ কেফায়েত উল্যাহ ও সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল। ছাগলনাইয়া উপজেলার অবসরপ্রাপ্ত ৭০জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই মিলন মেলায় অংশগ্রহণ করেন।
বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ আবেগ আপ্লুত হয়ে পড়েন। হাঁসি কান্নার স্মৃতিচারনের মধ্যদিয়ে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই মিলন মেলা। জীবনের শেষ সময়ে এসেও দেশ সেবার পাশাপাশি সুখে দুঃখে ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থাকার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি সংগঠন করার পরামর্শ দেন উপস্থিত অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক। সরকার কর্তৃক প্রদেয় অবসর ভাতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবসর ভাতা বৃদ্ধি করার জন্য দাবী জানান বক্তারা। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রকাশ আদম স্যার তার ব্যক্তিগত উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করেন।