ফেনীর ছাগলনাইয়ায় “অপরাধ দমণে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা

48

কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা :

ফেনী জেলার ‘ছাগলনাইয়া প্রেস কাব’র উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টায় কাব মিলনায়তনে “অপরাধ দমণে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ছাগলনাইয়া প্রেস কাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আদিল মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস কাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনায়েত উল্যাহ সোহেল, সদস্য শাহ মোঃ জিয়াউল হক রুবেল। প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, সাংবাদিক ও জনপ্রতিনিধিকে যদি এক কাতারে আনা যায় এবং কিছু স্বচ্ছতা আমাদের বুকে লালন করি সেক্ষেত্রে এলাকা ও সমাজ ভালো অবস্থানে থাকবে। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, প্রেস কাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর, ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল, সদস্য কফিল উদ্দিন মজুমদার, মাজহারুল ইসলাম ভুইয়া, মোঃ রফিক উদ্দিন, কাজী মহিব উল্যাহ প্রমুখ।