“দোঁহে” বাচিক শিল্পী অদিতি ও সত্যজিতের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা সংকলন

100

বেঙ্গলি হেরল্ড ডেস্ক রিপোর্ট

মুক্তি পেল বাচিক শিল্পী অদিতি ও সত্যজিতের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা সংকলন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১০ টি কবিতা নিয়ে “রাগা মিউজিক”-এর নিবেদন “দোঁহে” মুক্তি পেয়েছে গতকাল, ২৪ সেপ্টেম্বর, ২০২১। তাতে আবৃত্তি করেছেন দু’বাংলার দুই বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমান এবং সত্যজিৎ বিশ্বাস। ডিজিটাল প্ল্যাটফর্ম এর পাশাপাশি ফিজিক্যাল সিডি হবে “দোঁহে”-সংকলনের।

“দোঁহে”- আবৃত্তি সংকলনের অধিকাংশই প্রেমের কবিতা। রবীন্দ্রনাথ তাঁর কবিতায় কখনো প্রেমকে আলিঙ্গনে হয়েছেন তৃপ্ত, কখনো বা আড়ালে কিংবা দূরত্বে পেয়েছেন সন্তুষ্টি। কবিগুরুর প্রেম নিয়ে মনের এ খেলা উপলব্ধ অদিতি ও সত্যজিতের কণ্ঠে, তাঁদের “দোঁহে” সংকলনে। রবীন্দ্রনাথের খুব পরিচিত ও অল্প পরিচিত কবিতার সমাহার রয়েছে এ সংকলনে।  

দোঁহে -এর আবহ সঙ্গীত করেছেন ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট, যা এই সংকলনকে দিয়েছে আর এক মাত্রা। এ সংকলনের পরিচালনা ও পরিকল্পনায় আছেন রায়হান এলাহী।

কবিতা সংকলনটির ইউটিউব লিংক: https://youtu.be/UNqfQThctIE