অ্যান হ্যাথাওয়ে ‘মডার্ন লাভ’ সিরিজে

49

আমাজন তৈরি করছে অ্যান্থলজি অনলাইন সিরিজ ‘মডার্ন লাভ’। সেখানেই দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। দ্য নিউইয়র্ক টাইমস–এর ‘মডার্ন লাভ’ কলাম ও বিভিন্ন রিপোর্ট নিয়ে এই সিরিজটি তৈরি হবে। মোট পর্ব আটটি।

 

আধা ঘণ্টাব্যাপী হবে একেকটি পর্ব। শুধু অ্যান হ্যাথাওয়েই নয়, এই সিরিজে দেখা যাবে আরও অনেক তারকাকে। এই সিরিজে আরও অভিনয় করছেন টিনা ফে, দেব প্যাটেল, জন স্ল্যাটারি, ব্রান্ডন ভিক্টর ডিক্সন, ক্যাথরিন কিনার ও জুলিয়া গার্নারের মতো তারকারা।

 

প্রতিটি পর্বে প্রেম–ভালোবাসা নিয়ে আধুনিক সব ধারণা তুলে আনা হবে। তবে প্রতিটি পর্বই আলাদা থাকবে। কিন্তু পর্বগুলোর মূল বিষয় থাকবে প্রেম–ভালোবাসা। হলিউড ও আমেরিকার নামকরা এতগুলো অভিনয়শিল্পী নিয়ে অনলাইন সিরিজ তৈরির ঘোষণাটি বেশ হইচই তুলেছে। তবে কোন চরিত্রে অ্যানকে দেখা যাবে, তা এখনো জানা যায়নি। এদিকে সামাজিক ইস্যু নিয়েও বেশ সরগরম অ্যান। সম্প্রতি যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের দিকে টিয়ার শেল ছোড়ার ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন, ‘আমার দেশ শিশুদের টিয়ার শেল মারছে। এমন ভীতিকর পরিবেশ নিয়ে কী বলব। এভাবে টিয়ার শেল না মেরে যৌক্তিকভাবে কীভাবে সমাধান করা যায়, তার জন্য এখনই কথা বলতে হবে।’

 

অ্যানকে দেখা যাবে সেরেনিটি, দ্য হাশল এবং নেটফ্লিক্সের সিনেমা দ্য লাস্ট থিং উই ওয়ান্টেড সিনেমাগুলোতে। দ্য হলিউড রিপোর্টার