নিউ ইয়র্ক বাংলা বইমেলা এবার ভার্চুয়াল

যুক্তরাষ্ট্রে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’ করোনাভাইরাস প্রকোপের কারণে এবছর অনলাইনে করতে যাচ্ছে ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

81

আগামী ১৮-২৭ সেপ্টেম্বর দশ দিনব্যাপী এ মেলার ২৯ বছর পূর্তি উৎসব হবে বলে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন মেলার আহ্বায়ক অধ্যাপক জিয়াউদ্দীন আহমেদ।

তিনি জানান ‘যত বই তত প্রাণ’ শ্লোগানে এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করা হবে। মোট ২০টি প্রকাশনা সংস্থা এতে অংশ নেবে।

মেলার দ্বিতীয় দিন থাকবে ‘৪র্থ শিশু-কিশোর মেলা’। প্রতিদিনের অনুষ্ঠান দেখা যাবে বইমেলার ওয়েবসাইট, ফেইসবুক, ইউটিউব চ্যানেল ও সরাসরি টেলিভিশনে।

‘মুক্তধারা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন অন্য এক ভিডিও বার্তায় বলেন, “ভার্চুয়াল এ বইমেলা হবে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।”

১৯৯২ সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বাংলা বইমেলা শুরু করে ‘মুক্তধারা ফাউন্ডেশন’।