ছাগলনাইয়ায় দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

106

কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

ফেনী’র ছাগলনাইয়া উপজেলায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় ছাগলনাইয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া।

বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক ছাগলনাইয়া প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাবেক সভাপতি মোঃ আবুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের দপ্তর সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক এলাহী রাব্বী। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, প্রচার সম্পাদক যতীন্দ্র সুত্রধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, ক্রিড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল, সদস্য কফিল উদ্দিন মজুমদার, মাজহারুল ইসলাম ভুইয়া প্রমুখ।