কোমায় আছেন প্রণব মুখার্জী, অবস্থা অপরিবর্তিত

16

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখন হাসপাতালে ‘ডিপ কোমায়’ আছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মেডিকেল বুলেটিনে এ তথ্য জানিয়েছে ভারতের আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, প্রণব মুখার্জীকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রণব মুখার্জীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে সেই খবর গুজব বলে উড়িয়ে দেন ভারতের সাবেক রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

অভিজিৎ বলেন, আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত আছেন। এবং হেমোডাইনামিক্যালভাবে স্থিতিশীল আছেন (অর্থাৎ তার হৃদযন্ত্রের কাজ, রক্তচাপ এবং শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে)।

প্রণব মুখার্জীর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও বলেন, আমার বাবাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা ভুয়া।

প্রসঙ্গত, সোমবার অসুস্থ হয়ে পড়লে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সার্জারি করা হয় তার। পরে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। সূত্র: হিন্দুস্তান টাইমস