এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

17

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী গতরাতে চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী তাঁর শোক বার্তায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালবাসা ও প্রেমকে লালন করে মহিউদ্দিন চৌধুরী নিজেকে নিজের মাটি থেকে উত্থিত একজন প্রকৃত রাজনৈতিক নেতায় পরিণত করেছিলেন।’শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘তিনি তাঁর সময়ের সকল আন্দোলনে অগ্রণী ছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, মহিউদ্দিন চৌধুরী বারবার কারা যন্ত্রণা ভোগ করেন। কিন্তুু তাঁর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনদিন আপোস করেননি।সরকার প্রধান বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য মহিউদ্দিন চৌধুরীর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।‘গণমানুষের হৃদয়ে তিনি চিরজীবী হয়ে থাকবেন’, -বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।