আবদুল হালিম চৌধুরী

48

কফিল উদ্দিন মজুমদার (ফেনী): ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া (৫ নং ওয়ার্ড) গ্রামের আফজল মুন্সি বাড়ীর মরহুম মুকবুল আহম্মদ চৌধুরীর ছেলে মাস্টার আবদুল হালিম চৌধুরী। বয়স ৭১ বছর।

তিনি ১৯৬৯ সালে অবৈতনিক শ্রমে ছাগলনাইয়া মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা আরম্ভ করেন। ছাত্র জীবনে তিনি ছিলেন একজন কৃতি ফুটবল খেলোয়াড়। পরবর্তীতে তিনি প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে একজন ফিফা রেফারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ফিফা রেফারী হিসেবে বাংলাদেশে তার অবস্থান ছিলো তৃতীয়। মাস্টার আবদুল হালিম চৌধুরী ফেনী জেলা রেফারী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক।

 

একসময় তিনি হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবেও চাকুরী করেছিলেন। ১৯৯২ সালে তিনি পুনরায় ছাগলনাইয়া মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কাজে যোগদান করেন। ২০০৮ সালে ২৯ জুন সরকারী হিসেব অনুযায়ী মাস্টার আবদুল হালিম চৌধুরীর চাকুরীর বয়স ৩০ বছর পুর্ণ হওয়ায় সরকারীভাবে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর করেন। কিন্তু তার আগ্রহ এবং ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র অনুমতি থাকায় তিনি এ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আবারও নিয়োজিত থাকেন। শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি গত ২২ জুলাই শিক্ষকতা নামক মহান এ পেশা থেকে অবসর নেন। হালিম স্যার নামে সর্বজন পরিচিত এ শিক্ষক স্কুলে আসতেন সকল শিক্ষকের আগে এবং স্কুল ছুটির পর সকল শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর স্কুল থেকে যাওয়ার পর তিনি যেতেন। ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, হালিম স্যার এ স্কুলের শুধু একজন শিক্ষক ছিলেননা, তিনি ছিলেন এ স্কুলের অভিভাবক। ঘন্টা পড়ার সাথে সাথে শ্রেণী কক্ষে যেতেন একজন শিক্ষক আর তিনি হলেন হালিম স্যার। মাস্টার আবদুল হালিম চৌধুরী ২০১১ সালে অনুষ্ঠিত ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হন।
তিনি ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে দীর্ঘ বছর যাবত দায়িত্ব পালন করেন।