২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি

69

চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে উঠল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে আটালান্টাকে হারিয়ে ইতিহাস গড়ল পিএসজি।

খেলার শেষ মিনিট আগেও সমর্থকরা ধরেই নিয়েছিল সেমির টিকিট কাটতে যাচ্ছে আটলান্টা।কিন্তু আটলান্টার সেই স্বপ্ন নিমিষেই গুড়িয়ে দেন মার্কিনিয়োস।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই সময়ে পিএসজির ভাগ্য খুলে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং।

বুধবার রাতে ২৬তম মিনিটে আটালন্টার মিডফিল্ডার মারিও পাসালিচ লিড এনে দেন।

এর দুই মিনিট পর ২০ গজ দূর থেকে জোরালো শট নেন পিএসজি তারকা নেইমার। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট।

প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ফরাসিরা।

৯০তম মিনিটে চুপো-মোটিংয়ের ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে যান তিনি। এরপর বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।

প্রাণ ফিরে পায় পিএসজি সমর্থকরা। আর অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিটের ভেলকিতে স্বপ্ন ভঙ্গ হয় আটলান্টার।তৃতীয় মিনিটে গোল করে ইতিহাস নিজের করে নেন চুপো-মোটিং।