সেবা দিতে মানুষকে খুঁজে নেবে ‘জ্ঞানবাহন’

27

Desk Report

 

জ্ঞানবাহন শুধু একটি গাড়ি নয় এটি হবে জ্ঞান আহরণ ও গণশিক্ষার একটি আসর। যারা দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে চান তাদের জন্য একটি প্ল্যাটফর্ম।

এর মাধ্যমে শহরে বসেও তারা সেবা দিতে পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। এ বাহন কর্মসংসস্থান সৃষ্টিসহ ই-স্বাস্থ্য,ই-ব্যবসা, ই-কৃষি ও ই-শিক্ষা ছড়িয়ে দেয়ার মাধ্যমে জণগনের উপকার ও উন্নয়ন সাধনে কাজ করবে।

জ্ঞানবাহন সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ ধারণার উদ্ভাবক ইভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.বদরুল হুদা খান।

আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সাবেক এ অধ্যাপক বলেন, চট্রগ্রামের মো. জাহাঙ্গীর খান, মো. তারেক হোসেন, শাহেলা আবেদীন, তারিন মহিউদ্দিন আজিম, মুসরাত জেবীন, সাঈকা তাজিন, আন্দালিব আয়শা আজিম, মীর মাহফুজুর রহমান, মো. মোসতকাক, ফাহানাস কাইয়ুম, পারভেজ আলম চৌধুরী, মহসিনুল আবেদীন, রেদওয়ান চৌধুরী, সুলতানা রোজী ও শেখ মো. জুলফিকার বিপুল এই ১৫ ব্যক্তির সহায়তায় এ উদ্যোগ সফলতার মুখ দেখেছে।

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রথমে পরীক্ষামুলক কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে কাল সোমবার চট্রগ্রামের হাটহাজারিতে এর আনুষ্ঠানিক উদ্ধোবন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়াও চট্রগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

 

তিনি আরো বলেন, প্রান্তিক মানুষের কাছে আহরণ করা জ্ঞান নিয়ে যাবে জ্ঞানবাহন। এটি হবে পরিবেশ বান্ধব ভ্রাম্যমাণ জ্ঞানের আসর। ইভ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহেলা আবেদীন বলেন, একটি লেগুনা গাড়ি জ্ঞানবাহন।

 

এখানে ওয়াইফাই, ফোন চার্জিং ও টেলিশিনের মাধ্যমে ই-লার্নিং ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা দেয়া হবে। আর এগুলো চলবে পরিবেশ বান্ধভ সৌর বিদ্যুতে।

 

এর মাধ্যমে যারা গাড়ি চালাবেন অর্থাৎ জ্ঞানবাহক বা বাহিকা হবেন তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সপ্তাহে ৫দিন এ লেগুনা গাড়ি ১২জন করে যাত্রী পরিবহন করবে।

 

সেখান থেকে প্রাপ্ত অনুদানের অর্থ দিয়ে চলবে জ্ঞানবাহন কার্যক্রম। এ গাড়ির যাত্রীরা ওয়াইফাই ব্যবহার করে বা গাড়িতে থাকা টেলিভিশনে নানান বিষয়ে প্রাতিষ্ঠানিকসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা বা জ্ঞান আহরণ করতে পারবে।

 

ভবিষ্যতে এর কার্যক্রম কলেবড়ে আরো বাড়বে। এ কার্যক্রমে সহযোগীতা কামনা করেন সমাজের বিভিন্ন পেশার মানুষকে তাদের পাশে দাড়াবার আহ্বান জানান শাহেলা আবেদীন।