শিল্পকলা পদক পাচ্ছেন ৭ গুণী শিল্পী

18

দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এবার সাত গুণী শিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ‘শিল্পকলা পদক-২০১৭’। পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন—কণ্ঠসঙ্গীতে মিহির লালা, যন্ত্রসঙ্গীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, লোকসংস্কৃতিতে কাঙ্গালিনী সুফিয়া বেগম, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাাফিতে নাসির আলী মামুন এব নৃত্যকলায় শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল সোমবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুণীশিল্পীদের হাতে সম্মাননা তুলে দেবেন। শিল্পকলা পদকের জন্য প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লাখ টাকা সম্মানী ও একটি সনদ দেওয়া হবে।

আজ রবিবার দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বছর সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। তাতে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. শহিদুল ইসলাম।

লিয়াকত আলী লাকী জানান, নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর সম্মাননার জন্য গুণীজন নির্বাচন করেন। গুণীজনদের কর্ম মূল্যায়ন করে সংস্কৃতির বিকাশ সাধনে এ সম্মাননা দেওয়া হয়। শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।