যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মধ্যবর্তী নির্বাচনে নিউ ভার্জিনিয়া মেজরিটির অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা

27

রফিকুল ইসলাম আকাশ, ওয়াশিংটন ডিসি থেকে-

গত ১৭ই নভেম্বর শনিবার রিচমন্ড ভার্জিনিয়ার ভেরিনা হাইস্কুল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পরবর্তী এক কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠান। প্রবাসীদের বৃহৎ এক সংগঠন “নিউ ভার্জিনিয়া মেজরিটি” উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে ভার্জিনিয়া স্টুডেন্ট পাওয়ার নেটওয়ার্ক , কমিউনিটি অরগানাইজেশন ভিএ ব্লক, টেনান্টস এন্ড ওয়ার্কার ইউনাইটেড ও প্রিয়বাংলা সহযোগি সংগঠন হিসেবে সহযোগিতা করে।

অনুষ্ঠানের মুল শ্লোগান ছিল “ভার্জিনিয়া ইজ এট এ টার্নিং পয়েন্ট”।যেখানে বক্তারা -প্রগতিশীল ভার্জিনিয়ার জন্য এশিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক আমেরিকান অভিন্ন কৌশল অবলম্বন

করে একত্রিত হবার আহবান জানান । তারা আরও বলেন , জাতিগত ও অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য গন আন্দোলনে গড়ে তুলতে আমাদের আগের চেয়ে আরও বেশি সংগঠিত হওয়া উচিত।

গনহত্যা বন্ধ করা, ভোটাধিকার পুনরুদ্ধার করা এবং প্রসারিত করা, অভিবাসী পরিবার সুরক্ষা, ইমিগ্রেশন জটিলতা দুর করা, সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জলবায়ু ন্যায়বিচারের জন্য লড়াই করা-এসকল বিষয়গুলি বিশেষ গুরুত্বের সাথে আলোকপাত করা হয় ।

এশিয়ান আমেরিকানদের ভোট প্রদানে উৎসাহী করতে নিউ ভার্জিনিয়া মেজরিটি সংগঠন প্রায় তিন মাস ধরে ভোটার রেজিস্ট্রেশনসহ ইমিগ্রেশনের বিভিন্ন সেক্টরে ভলেন্টিয়ার সহযোগিতা করে আসছে। সহযোগি সংগঠন হিসেবে ছিল বাংলাদেশিদের সংগঠন প্রিয়বাংলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ভার্জিনিয়া মেজরিটি কো এক্সিকিউটিভ ডিরেক্টর জন লিস ও ট্রাম এনগুয়েন, এডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর জেনিফার গ্রানাডো, থমাস আসেফা, মায়া কাসটিল্লো, অরুনা জাইন, মেগান মাকারেগ, মারলান অরগনাজর, মিশেল ইয়াংসন, প্রিয়লাল কর্মকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে নাটক, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমস্যার নানাবিধ অসামন্জস্য বিষয়গুলি ফুটে উঠে।