‘কনগ্র্যাচুলেশন আন্ডার সিক্সটিন গার্লস!’
এমন অভিনন্দন বার্তাতেই শেষ হয়েছিল দুই বছর আগের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী বাছাইপর্ব। সেবার পাঁচ ম্যাচে ২৬ গোল করে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে কী প্রতাপটাই না দেখিয়েছিল কৃষ্ণা, সানজিদারা।
আবারও ঢাকায় বসতে যাচ্ছে বাছাইপর্বের এ আসরটি। খেলা হবে আগামী ১৫-২৩ সেপ্টেম্বর। অর্থাৎ সেপ্টেম্বরে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরদিনই শুরু হবে মেয়েদের বাছাইপর্বের এই আসর। ঢাকায় হঠাৎ করেই যেন আন্তর্জাতিক ফুটবলের ছড়াছড়ি।
আজ অনুষ্ঠিত হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের ড্র। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভিয়েতনাম, আরব আমিরাত, বাহরাইন ও লেবানন। ঢাকায় অনুষ্ঠিত শেষ অনূর্ধ্ব-১৫ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটিই খেলবে এ বাছাইপর্বে। মারিয়া মান্দা, আঁখি খাতুনদের সামনে চূড়ান্তপর্বের পথে ভিয়েতনাম ছাড়া অন্য কোনো দল বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়। আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্তপর্বের টিকিটের জন্য ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৩০টি দল। ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ জায়গা পাবে চূড়ান্ত পর্বে।
আজ অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের বাছাইপর্বের ড্রও। সেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও তাজিকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে। এই প্রতিযোগিতায় দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। চাইনিজ তাইপে রানার্সআপ হয়েছিল ২০০২ সালের প্রথম আসরে। আগামী ২৪-২৮ অক্টোবর খেলা হবে তাজিকিস্তানে। এই চ্যাম্পিয়নশিপে ছয় গ্রুপে ভাগ হয়ে খেলছে ২৭টি দল। ছয় গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্সআপ যাবে আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে।