#নিরাপদ_সড়ক_চাই

32

সোনামণি, জাদুমণি! তোমরা না লক্ষ্মী!

বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িও না ঝক্কি।

এলোমেলো গাড়ি যদি চলে আসে লাইনে

ঘুষ খেয়ে ছাড়ব কী? ধরব কী আইনে?

সব গাড়ি থামাচ্ছ! তোমাদের নাই সেন্স?

চেক করো ফিটনেস? চেক করো লাইসেন্স!

আমাদের কাজ হলো গাড়ি টাড়ি থামানো

চারদিন থেমে আছে দুটি টাকা কামানো।

ছাত্ররা রাজপথে! ব্যাপারটা মন্দ।

(কোরবানি এসে গেলো! রোজগার বন্ধ!)

টাকা ছাড়া গরু হাটে কী করিয়া যাইব?

কোরবানী না দিলে কি বেহেশতটা পাইব?

হায় হায় অপেক্ষা করিতেছে যে গুনাহ!

টেম্পুর দেখা নাই, হাওয়া সব লেগুনা!

রোজগার থেমে গেছে তোমাদের জ্বালাতে

এভাবে চললে হবে দেশ ছেড়ে পালাতে।

ভয় পাই তোমাদের পথে লাফালাফিকে

দয়া করো পুলিশকে, দয়া করো ট্রাফিকে।

শোনো বাবা, আমরাও তোমাদের পক্ষে

তাড়াতাড়ি ফিরে যাও স্কুলে, শ্রেণীকক্ষে।

তোমাদের কাজ হবে রাজপথে না বাড়া

আমাদের পেটে লাথি দিও নাগো বাবারা।