কফিল উদ্দিন (ফেনী):
ছাগলনাইয়া পৌরসভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ২৫ জুন সোমবার সকালে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম ও মোঃ আবদুল গণি, পৌর কাউন্সিলর মুন্সি নুর হোসেন, সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান হাবিব মজুমদার, মোঃ মোজাহারুল ইসলাম মুছা, মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাছিনা আক্তার শিউলি ও আলেয়া বেগম মঞ্জু, প্রধান শিক্ষক সামছুল আরিফ খোন্দকার কাঞ্চন, প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র সূত্রধর, প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক শামিমা আক্তার, মোঃ শহীদ উল্যাহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সোহাগ। উদ্বোধনী খেলায় স্বাগতিক ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) দল ৫-০ গোলে মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) দলকে পরাজিত করে।
টূর্ণামেন্টে পৌর এলাকার মোট ১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালকদের ১২ টি দল এবং বালিকাদের ১২ টি দলসহ মোট ২৪টি দল অংশ নিচ্ছে। ২৭ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।