ছাগলনাইয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন

35

কফিল উদ্দিন মজুমদার (ফেনী) :
ফেনীর ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাঈদুল হক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সংস্থার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।