এই বাচ্চাদের মাঝে আগামীর রুপকথার বাংলাদেশ খুঁজে পাই।

58

A Humble request to the Nation & its Leaders, more specifically Honorable Prime Minister! Please don’t Mix-up Humanity with Politics!

বাচ্চারা এক একটা আলোর মশাল! এই বাচ্চাদের মাঝে আগামীর রুপকথার বাংলাদেশ খুঁজে পাই।

বাচ্চারা হাত ধরে পথ পাড়ি দেবার জন্য পথে নেমেছে “নিরাপদ পথ”তোমরা এই অন্ধকার পথে পথ চলার সাহস, নিরাপদ রাস্তার প্রতিস্তুতি। আমাদের ক্ষমা কর, যা আমরা করতে পারিনি….তোমাদের জন্য। কিন্তু আমরা  দাঁড়িয়ে আছি তোমাদের সাথে এবং থাকব ।।।….

“সাতচল্লিশ বছরের পুরোনো রাষ্ট্রের সংস্কার কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্যে দু:খিত।”ওদের এ কথার মর্ম অনুধাবন করুন। ওরা রাজাকারের বাচ্চা নয়; ওরা বাংলার রফিক, জাব্বার। নইলে আপনাদের পরিণাম হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম পরিণাম। ওদেরকে উপেক্ষা করে কিছুই করতে পারবেন না। কারণ, ওরাই আগামীর বাংলাদেশে”। ক্ষত-বিক্ষত বাংলাদেশে নতুন এক সমাজ বিপ্লবের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। সে দিন তারা গাড়ী চালকদের কাছে নয়, প্রশাসনের কাছেই বৈধতার লাইসেন্স চাইবে।

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল।

মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে

তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে

তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে

তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা!!!

 

 

নতুন প্রজন্ম প্রবীণদের চেয়ে অনেক সচেতন, যোগ্য ও বিচক্ষণ। নবীনের দলে আশাবাদী বাংলাদেশ দেখা যায়। ঘুনে ধরা সমাজে আঠারোর বছরেই ঐতিহাসিক আঠারোর জন্ম হয়েছে, এই আঠারোর দুর্বার, আঠারো থেমে যাওয়ার নয়। আঠারোর সাথে সুরে সুর মিলিয়ে বলতে হয় “যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ“. যদি কেউ পাশে না দাঁড়ায় তবুও এই আঠারোর ছেলেমেয়েরা যখন বাবা-মা হবে তখন তাদের সন্তানের পাশে তারা দাঁড়াবে। কারণ এই আঠারোতেই আগামীর অভিভাবক খুঁজে পাই। বাংলার জাহানারা ইমামের মত মায়েদের ত্যাগেই এই বাংলাদেশের জন্ম নিয়েছে, ভুলে গেলে চলবে না। ন্যায্য দাবিতে ছেলেমেয়েদের নিরুৎসাহী না করে অভিভাবকদের উচিত উৎসাহ দেওয়া, একটা পরিবার সচেতনে হলে একটা সমাজ সচেতনতায় এক ধাপ এগিয়ে যায়। দিনের পর দিন অত্যাচারিত হওয়ার চেয়ে একটা বাজে সিস্টেমে ফাটল ধরানোর জন্যে হলেও ওদের পাশে দাঁড়ানো উচিত। কারন নতুন প্রজন্ম এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে আসছে। আমাদের বড়দের শিক্ষা নিতে হবে নবীনদের থেকে, আর ছোটদের মতামতের সম্মান করতে হবে।

 

 

শিশুদের কাছে অনুরাধ: সোনামনিরা, সহনশীলতার ওপর ভর করেই হয় সভ্যতার সৃস্টি। তোমরা অসুন্দর শব্দগুলো মুছে ফেল। সরকারকে যে বার্তা দেওয়ার দরকার ছিল দেওয়া হয়েছে। এখন সরকারকে সময়ও দিতে হবে। তোমরা সবাইকে ঝাঁকুনি দিয়েছো। তোমরা রাস্তায় নেমে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছো, যা এ দেশকে সঠিক পথ দেখিয়েছে তা অনুকরনীয় দৃস্টান্ত। এর ওপর ভিত্তি করেই গড়ে উঠা উচিত একটি স্থায়ী সমাধান। এবার তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের আন্দোলনে তোমরা শতবাগ জয়ী।

 

 

#নিরাপদ_সড়ক_চাই #WeWantJustice #SafeRoadBD #StudentPower #StudentMovement #TeenMovement #Anticorruption #EveryStepCounts #BBC #CNN #Aljazeera #GoogleNews #NewYorkTimes #Buzzfeed #GlobalIssues #TheGuardian #Washingtonpost #TheIndependent #CNBC #AppleNews #EuroNews #HuffPost