ইসলাম শান্তির ধর্ম – আসলেই কি তাই? তাহলে কিভাবে?

346
Azadul Haq, Texas

প্রায়ই শোনা যায় – ইসলাম মানে শান্তি বা ইসলাম শান্তির ধর্ম ইত্যাদি। কিন্তু খুব কম জায়গায় শুনতে পাবেন সেটা কিভাবে। কার শান্তি? দেশের? দশের না আমার আপনার? মনের শান্তি না দেহের শান্তি?এই জগতের শান্তি না পরকালের শান্তি? এই শান্তি কি শুধুই সংজ্ঞা না কি এর সাথে অন্য কিছু জড়িত? এই শান্তি কিভাবে পাওয়া যাবে তা নিয়েই এই লেখা। ইসলাম মানে শান্তি ঠিকই কিন্তু তা পেতে হলে পাঁচটি ধাপ পার হতে হবে। চট করে শান্তি পাওয়া যাবে না। আর এই পাঁচ ধাপ পার হতে হতে একজন মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে শুধু যে একজন ভালো মোসলমান হবে তা নয়, একজন সত্যিকারের ভালো মানুষও হয়ে যাবে। রহস্যটা সেখানেই।

প্রথম ধাপ হচ্ছে সারেন্ডার বা আত্মসমর্পন। ইসলাম শব্দের মূল বা আক্ষরিক অর্থই হচ্ছে আত্মসমর্পন। এই আত্মসমর্পন হচ্ছে আল্লাহ্‌র কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পন।

দ্বিতীয় বা পরের ধাপ হচ্ছে সঁপে দেয়া বা সাবমিশন। মানে আল্লাহ্‌র কাছে সবকিছু সঁপে দেয়া।

তৃতীয় ধাপ হচ্ছে আনুগত্য। মানে আল্লাহ্‌র কাছে একনিস্টভাবে আনুগত্য প্রকাশ করা।

চতুর্থ ধাপ হচ্ছে আন্তরিকতা। এর মানে হচ্ছে এই যে ওপরের তিনটি ধাপে যা বলা হল, তা আন্তরিকভাবে করতে হবে। শুধু মুখে বললে চলবে না, করে দেখাতে হবে। এই ধাপটাতেই বেশীরভাগ মানুষ আটকে যায়। বছর বছর হজ, ওমরাহ্‌ করে আত্মসমর্পন বোঝানো যেতে পারে, রকেটের বেগে ধুপধাপ সেজদা করে সঁপে দেয়া দেখানো যেতে পারে, হিজাব পড়ে, দাঁড়ি রেখে বাহ্যিকভাবে আনুগত্য দেখানো যেতে পারে, কিন্তু এর কোনকিছুই যদি আন্তরিকভাবে না হয়, যদি মনের ভেতর থেকে না হয়, তাহলে এই ধাপটি পার হওয়া কঠিন। আর এই ধাপ না পার হলে পরের ধাপে তো যাওয়া যাবে না।

পঞ্চম বা শেষ ধাপ হচ্ছে শান্তি। তারমানে হলো কেউ যদি আন্তরিকতার সাথে আল্লাহ্‌র কাছে আনুগত্য প্রকাশ করে, সবকিছু সঁপে দিয়ে,নিঃশর্তভাবে আত্মসমর্পন করতে পারে, তবেই সে পাবে শান্তি। সেই শান্তি চিরস্থায়ী এবং অন্তরের শান্তি। আর সেটাই ইসলাম। কোন শর্টকাট করে এই ধাপে আসা যাবে না।

একটু সময় নিয়ে ভাবলে, কোরআন পড়লে এই ব্যাপারগুলো পরিস্কার হয়ে যায়। আর একবার পরিস্কার হয়ে গেলে যে প্রশান্তি এই জগতেই পাওয়া যায় পরের জন্মের জন্য আর হা পিত্যেশ করে বসে থাকার প্রয়োজন হয় না।

আল্লাহ আমাদের সবার মনে সেই শান্তির পরশই বুলিয়ে দিন এই দোয়াই করি। আমিন।

[সতর্কবানীঃ আমি কোন আলেম, ইসলামী চিন্তাবিদ বা বিশেষজ্ঞ নই। যা লিখছি তা একজন বিশিষ্ট ইসলামী বক্তার কিছু কথা এবং তাঁর সাথে আমার কিছু মতামত মিশিয়ে লেখা। এ লেখা কারো ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তবে কপি না করে শেয়ার করতে পারেন। আর কারো ভালো না লাগলে দয়া করে পড়বেন না। এখন রোজার মাস। ইসলাম নিয়ে অজস্র লেখালেখি হচ্ছে, হবে। সেই ভিড়ে না হয় এ লেখাটাও যুক্ত হোক। টেক্সাসের একজন প্রীচার পরে যিনি ইসলাম গ্রহণ করে বিখ্যাত আলেম হয়েছেন, সেই শেখ ইউসুফ এস্তেস একটি বক্তৃতায় অপূর্বভাবে এই পাঁচ ধাপের কথা বলেছেন যা আমার মনের মধ্যে গেঁথে গেছে। সেটাই আবার আপনাদের সাথে ভাগাভাগি করলাম। এই লেখার মধ্যে আমার কোনই কৃতিত্ব নেই।]

Image may contain: sky, twilight, nature and outdoor