সম্মুখে বাধা আছে

100

ইতিপূর্বে নিজের কোন কর্মকান্ড নিয়ে অনুশোচনা করিনি, ভুল কিছু হলে স্বইচ্ছায় ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু ইদানিং কেন জানি নিজের ভাল দিকগুলো নিয়েই  অনুশোচনার বাসা বাধতে শুরু করেছে।  কেন জানি মনে হয় ভাল কিছুর এখন আর মূল্যায়ন হয়না, গলাবাজি আর ডিগবাজী আপন করে নিতে পারলেই আপনি সর্বগৃহিত। মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে তাই হয়ত এই ভাবনাগুলো বাসা বাধতে শুরু করেছে কিন্তু যখন চারদিকে তাকাই তখন মনে হয় – বয়েসের কি দূষ, চারদিকের মানুষগুলোই তো এমন।  তাহলে কি ভালোকে দাফন করে নিজেকে বদলে নিতে হবে নাকি অনুশোচনা আর অনিশ্চয়তা নিয়েই এগোতে হবে?

“সম্মুখে বাধা আছে, পথ বন্ধুর
তবু জানি যেতে হবে বহুদূর।
পায়ে ফুটুক যতই কাটা
থামলে চলবেনা এ পথ হাটা
সীমিত সময়, পথ অনেক দূর।

চলতে পথে শত কুমন্ত্রণা
হাসিমুখে সয়ে যত যন্ত্রণা
করতে হবে মোকাবিলা শত্রুর।
সত্যের পথ কুসুমিত নয়
জেনেই বিপ্লবীর চলতে হয়
বিপ্লবী মন পরোয়া করেনা মৃত্যুর
যেতে হবে বহুদূর।

কাটায় বিধিয়া পা
দু চরনে বিলিয়ে ক্ষমা,
মুখেতে ফুটিয়ে হাসি
মন খুলে বলি আমি
সর্বজনে ভালবাসি,
তব যেতে হবে বহুদূর
বিপ্লবী মন পরোয়া করেনা মৃত্যুর।। “