ছাগলনাইয়ায় কৃতি খেলোয়াড়দের সাংবর্ধনা প্রদান

82

কফিল উদ্দিন মজুমদার (ফেনী) : ফেনীর ‘ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তন’এ ২৯ সেপ্টেম্বর, ২০১৯ইং রবিবার সকাল ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭, বালক) দল উপজেলায় ও ফেনী জেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় ফুটবল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর চট্টগ্রাম উপ-বিভাগীয় অঞ্চলে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু তাহের বাবুল, অতিরিক্ত সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদুল হক সাঈদ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ক্রীড়া সংস্থার সদস্য ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সরকারী পাইলট স্কুলের ক্রীড়া শিক্ষক সফিকুর রহমান, ফুটবল দলের কোচ নাছির উদ্দিন মেজর প্রমুখ।