ছাগলনাইয়ায় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

30

কফিল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া প্রতিনিধি (ফেনী) : ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা-২০১৮ এর প্রস্তুতিমূলক সভা ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বক্তারা সভায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমদ বুলু মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, মৎস্য কর্মকর্তা মো নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু বকর শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম, আনসার ভিডিপির প্রশিক্ষক কামরুন নাহার, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লা সেলিম, মৌলভী সামছুল করিম কলেজের সহযোগী অধ্যাপক আবদুল জলিল ভূঁঞা দুলাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাগলনাইয়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হয়েছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুতের ভৌতিক বিলের যন্ত্রনায় অত্র উপজেলার মানুষ অতিষ্ট। বিদ্যুৎ দিতে ব্যর্থ হলে আমাদের উন্নয়ন ম্লান হয়ে যায়। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন।
প্রস্তুতিসভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী জানান, আগামী ৪-৬ অক্টোবর তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।