অসাধারণ ম্যাচ উপহার দেবে ব্রাজিল

16

গত বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল ম্যাচটির কথা মনে আছে?
এ প্রশ্ন না করে বরং যদি জিজ্ঞেস করা যাক, সেমিফাইনালটি কার মনে নেই তাহলে হয়তো খুব সহজে উত্তর বের করা যেত। জার্মানির বিপক্ষে সেই দুঃসহ স্মৃতি এখনো পোড়ায় নেইমার-সিলভাদের। ৭-১ ব্যবধানের সেই বিশাল পরাজয় এখনো অনেকেই মেনে নিতে পারেননি। এবার বিশ্বকাপ জেতার জন্য তাই মরিয়া হয়ে উঠেছে পুরো ব্রাজিল দল।

কিছুদিন আগেই নেইমার বেশ দৃঢ় কণ্ঠে বলেছিল, ‘এবারের বিশ্বকাপটা আমার হতেই হবে’। এ কথাতেই স্পষ্ট এবার ব্রাজিলের জন্য শিরোপা জয় কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়াকে সামনে রেখে সাবেক অধিনায়ক থিয়াগো সিলভারও ভাবনা এমন। গতবারের সেই বিষাদমাখা স্মৃতি এবার মুছে ফেলতে চান, ‘এ বিশ্বকাপ আমাদের জন্য নতুন করে ইতিহাস লিখবার বড় সুযোগ। আমরা হয়তো কথা দিতে পারছি না, আমরাই বিশ্বকাপ জিতব। তবে এ কথা দিচ্ছি কিছু অসাধারণ ম্যাচ উপহার দেব দর্শকদের।’

ব্রাজিলের ফুটবল টিম এখন লন্ডনে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। পুরো দল যখন অনুশীলনে ব্যস্ত তখন দলের মূল তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের মূল ব্যস্ততা নিজেকে বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট করে তোলা। ২৬ বছর বয়সী এই ফুটবল খেলোয়াড় ডান পায়ের পাতার সার্জারির পর জানিয়েছেন, ‘আমি এখনো শতভাগ ফিট নয় তবে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবার জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত’।